Sunday, May 29, 2016







       **চাওয়া-না পাওয়া**
           এ.এস. মহিউদ্দিন
* যে দিন হবে তোমার বিয়ে,
যাব আমি সে দিন কী উপহার নিয়ে?
* ইনিয়ে বিনিয়ে কতইনা চেয়েছো তুমি,
তোমার চাওয়া উপহার দিতে পারিনি আমি।
* শত না পাওয়ার যন্ত্রনায় আজ চলে গেলে বহু দূর,
যে দিবে উপহার সে হবে তোমার বন্ধু সুমধুর।
* বিধাতা মোরে ধন না দিয়ে, দিয়েছে বিশাল মন,
মন দিয়েতো পাবোনা তোমায়, তুমিতো চেয়েছো ধন।
                           ........................

2 comments: