Saturday, May 28, 2016

-:আপন-শত্রু:-

শত্রুর দেওয়া ব্যথা যেন
বর্ষার প্রবল বৃষ্টি,
ফোটায় ফোটায় আঘাতের ফলে
শস্য করে সে সৃষ্টি।
আপনজনের আঘাত সেতো
কালবৈশাখী ঝড়,
মধুর হাওয়ায় নাড়িয়ে নাড়িয়ে
ভাঙ্গবে সাধের ঘর।
নিশি নিদ্রা জাগিয়া জাগিয়া
শত্রু খোজে যারা,
শেষ নিশিতে আপনজনের
ছোবলে মরিবে তারা।
শত্রু কখনও শত্রু হয়ে
আসেনিতো কারে পাশে,
শত্রু এসেছে সুখের সময়ে
শুধুই ভালবেসে।
     এ.এস. মহি উদ্দিন
     +8801711279923

No comments:

Post a Comment