Sunday, May 29, 2016







       **চাওয়া-না পাওয়া**
           এ.এস. মহিউদ্দিন
* যে দিন হবে তোমার বিয়ে,
যাব আমি সে দিন কী উপহার নিয়ে?
* ইনিয়ে বিনিয়ে কতইনা চেয়েছো তুমি,
তোমার চাওয়া উপহার দিতে পারিনি আমি।
* শত না পাওয়ার যন্ত্রনায় আজ চলে গেলে বহু দূর,
যে দিবে উপহার সে হবে তোমার বন্ধু সুমধুর।
* বিধাতা মোরে ধন না দিয়ে, দিয়েছে বিশাল মন,
মন দিয়েতো পাবোনা তোমায়, তুমিতো চেয়েছো ধন।
                           ........................

Saturday, May 28, 2016

এখানে লুকিয়ে আছে 25/05/2016 ইং এর আমার কিছু দুঃখময় লিখা।

-:আপন-শত্রু:-

শত্রুর দেওয়া ব্যথা যেন
বর্ষার প্রবল বৃষ্টি,
ফোটায় ফোটায় আঘাতের ফলে
শস্য করে সে সৃষ্টি।
আপনজনের আঘাত সেতো
কালবৈশাখী ঝড়,
মধুর হাওয়ায় নাড়িয়ে নাড়িয়ে
ভাঙ্গবে সাধের ঘর।
নিশি নিদ্রা জাগিয়া জাগিয়া
শত্রু খোজে যারা,
শেষ নিশিতে আপনজনের
ছোবলে মরিবে তারা।
শত্রু কখনও শত্রু হয়ে
আসেনিতো কারে পাশে,
শত্রু এসেছে সুখের সময়ে
শুধুই ভালবেসে।
     এ.এস. মহি উদ্দিন
     +8801711279923